প্রদীপ হাতে দাঁড়িয়ে
কে হে সুন্দরী তুমি,
তোমার পানে চেয়ে
স্তব্ধ ভাবুক কবি৷
অবাক দৃষ্টিতে চেয়ে থাকি
শত কোটি আশায়,
পাবে কি পূর্ণতা সে
দেবী মা'র কৃপায়৷
অষ্টাদশী সুরভি তুমি
আমার স্বপ্নের রাণী,
সন্ধ্যা আকাশ জুড়ে
কুহেলিকা রঙ্গিণী।
কুমারী রূপের আভায়
ঝলমলিয়ে আসে পূর্ণিমা,
তোমার মাঝে জাগ্রত যেনো
স্বয়ং দেবী মহামায়া।
মন দেবালয়ের দেবী তুমি,
আমি নিত্য পূজারী,
প্রেম নৈবেদ্য দিলাম তোমায়
তুষ্ট হও হে দেবী৷
বন্দনায় মত্ত আমি
পেতে দেবীর কৃপা,
অপূর্ণ কি রয়ে যাবে
প্রেম পূজারীর সাধনা?