উপমহাদেশে ছাত্ররাজনীতির ভূমিকা

download (17)

রাজনীতির আঁতুরঘরখ্যাত ছাত্র রাজনীতি উপমহাদেশের ছোটো-বড় সব ধরনের আন্দোলনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে৷ দেশ ও জনগনের ক্রান্তিলগ্নে বড় বড় দলের প্রবীণ বা যুবরা এগিয়ে আসার পূর্বেই,  শক্ত ঢাল হয়ে আন্দোলন জোড়দার করেছে এই ছাত্রসমাজই৷ বাংলাদেশের জন্মের ইতিহাস যেনো ছাত্র রাজনীতির গৌরব ইতিহাস৷ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম ও ১৯৯০ সালের স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলন, ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন, ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।  আমাদের দেশে ছাত্র রাজনীতির যেসব অর্জন আছে, তা বিশ্বের আর কোনো দেশে নেই। এটাই আমাদের ছাত্ররাজনীতি সৌন্দর্য। ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে সামগ্রিক উন্নয়ন ও দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য ছাত্র রাজনীতির চাহিদা ক্রমশভাবে বেড়ে চলেছে৷ মেধাবীরা যদি রাজনীতি বিমুখ হয়, তবে বাংলার নেতৃত্ব মেধাশূন্য হয়ে পরবে। যার ফলে অচিরেই স্থম্ভিত হবে দেশের অগ্রযাত্রা। মেধাবী, শিক্ষিত, নেতৃত্ব ও গুণাবলি সম্পন্ন একজন নেতা কেবল ছাত্র রাজনীতির মাধ্যমেই উঠে আসতে পারে যার হাত ধরে দেশের আগ্রযাত্রা সঠিক পথে গতিশীল থাকবে।   


Comment As:

Comment (0)