একাকীত্ব

দুনিয়াটা এক বিশাল রঙ্গমঞ্চ

হরেক রকম পাগলের মিলনমেলা 

আর এসবের মাঝে আমি এক 

নিঃসঙ্গ খড়কুটো, 

আগুণ ছাড়া যে প্রতিনিয়ত  

একাকী  হচ্ছে দগ্ধ৷   

 

কেউ হাসে কেউ কাদে 

কেউ বা ভাবনায় ডুবে থাকে 

আর আমি, 

আমি তো দগ্ধ হচ্ছি 

জ্বলছি একাকীত্বের দাহে৷  

 

এথায় শীত গ্রীষ্ম বর্ষা আসে 

ঠান্ডা,  গরম, বর্ষায় ভাসে, 

আমার সেই জ্বলন্ত একাকীত্ব 

প্রখর থেকে প্রখরতর জ্বলতেই থাকে৷ 

 

কোলাহল,  ব্যস্ত শহর 

জনজীবনের কতই না চিৎকার, উন্মাদনা চারিদিকে

আর একাকীত্ব যেন  ছড়িয়ে পড়ে 

আমার  শিরায় শিরায়,  ধমনীতে।  

 

আমিও রঙ্গমঞ্চের এক অভিনেতা 

সেই পাগলের দলের এক মস্ত পাগলও বটে, 

কিন্তু, 

কিন্তু আমার একাকীত্বে আমি নির্বাসিত 

রঙ্গমঞ্চের সেই পাগলের দুনিয়া থেকে৷  

 

 

 

একাকীত্বের এই ভয়াল  দাহ নেভাতে 

কতই না প্রচেষ্ঠা আমার 

তবুও শতচেষ্টার পরেও 

আমি ব্যর্থ,  পরাজিত হই  বারংবার৷ 

 

 

 

অনেকেই এসেছিলো দাহ নেভাতে

দিয়েছিলো কত আশ্বাস, 

সকলেই ফিরে গেলো রঙ্গমঞ্চে 

আর আমি,

আমি সেই ফিরে যাওয়ার পথপানে চেয়ে রই  

সঙ্গী করে  অপেক্ষার দীর্ঘশ্বাস। 

 

দুনিয়াটা আসলেই হরেক রকম পাগলের 

এক বিরাট রঙ্গমঞ্চ, 

 এসবের ভীড়ে নামমাত্র বেঁচে থাকার নামই হয়তো 

 একাকীত্ব । 

 

কোথায় এই একাকীত্বের অবসান?

মৃত্যুই কি তবে  এর শেষ সমাধান? 

 

রঙ্গমঞ্চে নতুন নতুন অভিনেতার আবির্ভাব হচ্ছে 

আর একাকীত্ব, 

একাকীত্বও নিত্য নতুন পাগলকে জাপটে ধরছে 

দগ্ধ করে চলেছে প্রতিনিয়ত৷ 


Comment As:

Comment (0)


Loading...