The Creator has gifted humans with an endless stream of words, yet with death, all falls silent. In our worldly life, we exchange countless conversations with numerous people. Sometimes, the way one speaks builds love, deepens relationships, and strengthens bonds.

But what happens when, after all those daily words, one day, the person on the other side suddenly stops speaking to you? How would your heart feel then?

Humans seldom wish to be someone’s anchor. The Creator has made mankind the best of creations without binding them to dependence. Yet, in daily life, through habits and actions, we inevitably become someone’s support. A person with whom we converse every day—after a while, a silent attachment grows towards them. Desire and lust can be controlled through discipline and perseverance, but attachment—maya—cannot be restrained. Maya is a terrifying emotion.

This daily exchange of words—when it suddenly vanishes—does the silent one ever realize the wounds it leaves behind in the other’s heart?

That slow-growing reliance, that place of trust—when it is abruptly engulfed by silence—does the once eloquent speaker understand the storm it unleashes in the listener’s heart?

For just a single day, I wish they would understand how silence can ignite an aching longing for just a few words.
I wish they would realize how the absence of a listener can scorch the heart.

I do not wish for misfortune upon them.
I only wish they could feel the torment of silence.

এই যে স্রষ্টা প্রদত্ত মানুষের মুখখানায় এত কথার ফুলঝুরি, মৃত্যুর সাথে সাথেই সব নিস্তব্ধ৷ পার্থিব জীবনে কত মানুষের সাথে কত কথা হয় আমাদের৷ মানুষের বচনভঙ্গিতেও অনেকের প্রেম ভালোবাসা হয়, গভীর হয় সম্পর্কের ভিত্তি৷ প্রত্যাহিক শত শত কথার পরে হঠাৎ একদিন বিপরীত পাশের ব্যক্তি আপনার সাথে কথা বলা বন্ধ করে দিলো৷ কেমন অনুভূত হবে আপনার হৃদয়ে তখন?
মানুষ সহজেই কারো অবলম্বন হতে চায় না৷ স্রষ্টা মানুষকে সৃষ্টির সেরা জীব করেছেন কারো অবলম্বনে না রেখেই৷ তারপরও মানুষ প্রত্যাহিক অভ্যাসে,কর্মে কিছু না কিছুর অবলম্বন হয়ে চলেছে৷ প্রতিদিন যে মানুষটার সাথে দুটো কথা হয়, কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার প্রতি এক মায়া জন্মে৷ মোহ, কাম এসবকে সাধনা দিয়ে, অধ্যাবসায় দিয়ে নিয়ন্ত্রন করা যায়৷ কিন্তু মায়াকে নিয়ন্ত্রন করা যায় না৷ মায়া সত্যিই এক ভয়ানক অনুভূতি৷ এই যে প্রত্যাহিক নিয়ম করে দুটো কথা বলা, এরপর হঠাৎ করে কোনো একজনের নির্বাক হয়ে যাওয়া অপরজনের মনে যে ক্ষতের সৃষ্টি করে তা কি অন্যজন উপলব্ধি করে?
এই যে ধীরে ধীরে জন্মানো এক অবলম্বন, আস্থার জায়গা হঠাৎ করে স্তব্ধতায় গ্রাস করলো, বাকপটু সেই বক্তার হৃদয়ে কতখানি ঝড় নামিয়ে দেয় তা কি সেই স্রোতারা জানে?
আমিও চাই একটি দিনের জন্য হলেও তারা বুঝুক, হঠাৎ করে পারিপার্শ্বিক নির্বাক হলে একটুখানি কথা বলার জন্য হৃদয়ের ব্যাকুলতা কতখানি ৷
তারা বুঝুক শ্রোতার অনুপস্থিতি কতখানি হৃদয়কে দগ্ধ করে ৷ আমি অমঙ্গল চাই না ৷ শুধু এতটুকুই চাই, তারা বুঝুক মৌনতার পীড়া৷

নির্বাক- সুরঞ্জন মজুমদার৷

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *