মিথ্যে করে হলেও ভালোবাসা দিও
হতাশা আমায় মৃত্যু চেনায় বেঁচে থাকার বৃথা চেষ্টা, ব্যর্থতার কালীতে লিখছি আমি আমার গল্পের শেষটা। আমার আকাশের জমানো মেঘ বৃষ্টির অপেক্ষায়, তোমার আকাশে প্রতিনিয়ত পূর্ণিমা উঁকি দেয়। তোমার আঙিনায় কোকিল…
হতাশা আমায় মৃত্যু চেনায় বেঁচে থাকার বৃথা চেষ্টা, ব্যর্থতার কালীতে লিখছি আমি আমার গল্পের শেষটা। আমার আকাশের জমানো মেঘ বৃষ্টির অপেক্ষায়, তোমার আকাশে প্রতিনিয়ত পূর্ণিমা উঁকি দেয়। তোমার আঙিনায় কোকিল…
গোধূলি রঙে রাঙা আকাশ, সূর্য লুকোয় সাগরে, শান্ত বাতাস গল্প বুনে প্রেমিক পুরুষের অন্তরে। উত্তাল সমুদ্রপাড়ে বসে তোমার পথ চেয়ে থাকি, আসবে তুমি এই আশাতে কতনা মধুর স্বপ্ন দেখি৷ পাখিরা…
আমি হিংস্র আমি হায়নাতৃষ্ণা জুড়ায় তাজা রক্ত,ক্ষুধা আমায় গ্রাস করায়গরিবের সর্বস্ব। আমি বীরবেশী সিংহ নইনই গর্জে ওঠা বাঘ,আমি অহেতুক কুকুরের মতোদিয়ে যাই শুধু ডাক৷ আমি স্বার্থান্বেষী, স্বার্থের পূজারীনেতাদের চরণ চুমে…