হতাশা আমায় মৃত্যু চেনায়

বেঁচে থাকার বৃথা চেষ্টা,

ব্যর্থতার কালীতে লিখছি আমি

আমার গল্পের শেষটা।

আমার আকাশের জমানো মেঘ

বৃষ্টির অপেক্ষায়,

তোমার আকাশে প্রতিনিয়ত

পূর্ণিমা উঁকি দেয়।

তোমার আঙিনায় কোকিল ডাকে

আমার আঙিনায় কাক,

ক্ষনে ক্ষনে শুনতে পাই আমি

আমার মৃত্যুর ডাক।

তুমি না হয় মেঘলা আকাশের

বৃষ্টি হয়ে এসো,

ভিজিয়ে দিও আমায়

তোমার শীতল ছোঁয়ায়।

আমার অন্ধকার রাতের

চাঁদ হয়ে পূর্ণিমায়,

রাঙিয়ে দিও আমায়

তোমার স্নিগ্ধতায়।

আমার আঙিনার কোকিল হয়ে

ডাকো না হয় তুমি,

তোমার সুরে পথ ভুলে যাক

হতাশা নামক খুনী।

তোমার কালীতে গল্পগুলোর

শেষ থেকে হোক সূচনা,

তোমার হাতেই মৃত্যু হোক

আমার সব ব্যর্থতা৷

আমার হাতে হাত রেখে তুমি

বৃষ্টিরাতে ভিজো,

আমার কাধে মাথা রেখে

পূর্ণিমা চাঁদ দেখো।

আমার যত চাওয়া সব

হোক না অপূর্ণ,

মিথ্যা করে হলেও আমায়

ভালোবাসা দিও।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *