
গোধূলি রঙে রাঙা আকাশ,
সূর্য লুকোয় সাগরে,
শান্ত বাতাস গল্প বুনে
প্রেমিক পুরুষের অন্তরে।
উত্তাল সমুদ্রপাড়ে বসে
তোমার পথ চেয়ে থাকি,
আসবে তুমি এই আশাতে
কতনা মধুর স্বপ্ন দেখি৷
পাখিরা সব নীড়ে ফিরে
গৃহে ফেরে পথিক সবে,
আমি উদাসীন একাকী রই
প্রতিক্ষার প্রহর গুনে৷
আকাশ জুড়ে নীলচে আঁধারে
দিচ্ছে পূর্নিমা চাঁদ উঁকি,
তারার মেলায় একলা বসে,
তোমার নামই জপি।
দূর আকাশের চাঁদের আলো
আমার চোখে পড়ে ,
অশ্রুসিক্ত নয়ন দুটি
ঝলমলিয়ে জ্বলে৷
সাগর জানে, বাতাস বোঝে
আমার হৃদয়ের ক্ষত,
তবুও তুমি না এসে
দুঃখ বাড়াও শত।
আলো-আঁধারের মাঝে বসে
স্মৃতির পাতায় মন হারায়,
তোমার ছোঁয়া, তোমার কথা
হাসিমুখের ছবি ভাসায়।
প্রতীক্ষার এই দীর্ঘপথে
হৃদয় পোড়ে বিরহে,
ব্যর্থ প্রেমিক লজ্জা ভুলে
শত সহস্র প্রহর গুণে৷
সমুদ্রের ঢেউ ফিরে আসে
সূর্য ওঠে আবার আকাশে,
তুমি কি একদিন আসবে তবে
এই নিঃসঙ্গ রাতে আমার পাশে?
শব্দহীন এই পৃথিবীতে
তোমার পদধ্বনি শোনা যায়,
কিন্তু তুমি, কোথায় তুমি
গোধূলি লগ্নে আমার অপেক্ষায়?
তবু পথ চেয়ে বসে থাকি,
সাগর, বাতাস, চাঁদও সাথী,
তুমি আসবে, এই আশাতে
আজও আমি অপেক্ষায় থাকি।